কালো স্বপ্ন | Bhuter Golpo
এক সাথে থাকার জন্যে ও আর আমি এক সাথে রোমে এলাম কিন্তু রোমে আসা মাএ বিদুৎ চলে যায়। সে আমাকে বলল মোম বাতি জ্বালিয়ে নিয়ে আসি। মোম বাতি জ্বালাতেই দেখি তার চেহারা যেন অনেক সাদা দেখাচ্ছে। আমার মনে সন্দেহ জাগলেও পাওা না দিয়ে বাইরে গেলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে। কাজ সেরে ঘরে এসে দেখি মোমবাতি টা নিভে গেছে কিন্তু মোমবাতিটা জ্বালিয়ে দেখি সে আর ঘরে নেই। ভাবলাম অন্য ঘরে গেছে মনে হয়তো তার জন্যে অন্য ঘরেও তল্লাসি করলাম। কিন্তু কোন ঘরে তাকে খুজে পেলাম না। বলায় হয়নি এখনও আমাদের বাড়িতে আর একটা মেয়ে আছে সে হল আমাদের বাড়ির কাজের মেয়ে নাম শিবানি। ও কিছুটা মানসিক প্রতিবন্ধি। ওর ঘরে গিয়ে দেখি ওর ঘাড়ের মাংস অধেক নেই আর মেঝেতে রক্ত পড়ে আছে। শিবানি আর শিবানি নেই। দিলাম এক চিৎকার দিয়ে দৈৗড় আমার কাকাদের বাসার দিকে এবং তাদের বাসায় গিয়ে বললাম এই ঘটনা এলা্কার লোকজন এসে হাজির। তখনো আমার সারা শরীর কাপছে। সবাই শিবানিদের ঘরে গিয়ে দেখি সে বসে কাদছে। তার নাকি সারা শরীর জালা করতেছে। কিন্তু তার ঘাড়ে কোন হ্মত নেই। হঠাৎ পাশের বাসায় কান্নার ঝড় পড়ল। গিয়ে যা দেখলাম তা সত্যিই অবিশ্বাস্য। আমার থেকে ২ বছরের বড় দিবালি মারা গেছে। জট খুলে গেল।
আশ্চাযের কথা এই যে এই ঘটনার দিন মারা গেল দিবালি আর দিবাল এর শ্রাদ্ধের দিন মারা গেল শিবালি আর এই শ্রাদ্ধের দিন থেকে আমর জ্বর। জানি না।
No comments