মানুষ আর বানর এক সূত্রে গাঁথা
মানুষ আর বানর এক সূত্রে গাঁথা
সাইফুল ইসলাম সান
মানুষ আর বানরের মধ্যে অমিল নেই বললেই চলে৷ যার কারনে আমি মানুষের সংজ্ঞায়িত থেকে নিজেকে সব সময়ই ভিন্ন রাখি।
এই যে ধরুন বানর দিকে তাকালেই দেখবেন যা দেখে সে তাই অনুকরণ করে। বিচার বিবেচনা বোধ কম আর এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। ভালো-মন্দ সে যাই মানুষের চোখে পড়ুক কপি করা বা অনুকরণ করা শুরু করে দিবে। এই দিক দিয়ে মানুষ আর বানরের মধ্যে কোন তফাৎ ই নেই।
প্রকৃতপক্ষে মানুষের হওয়া উচিত ছিল বিবেকবান, নৈতিক জ্ঞান সম্পন্ন এবং বুদ্ধিমান। ৯০% এর বেশি মানুষ আজ সাফল্যের শিখরে কেবলমাত্র তার সৃজনশীলতার জন্য নয় বরং চালাকি, Stupidity ও ধড়িবাজির কারনে।..শুধু মানুষ নিয়ে লিখতে থাকলে গোটাকতক বই শেষ করে দেয়া যাবে।
পরিশেষে একটা কথাই বলবো মানুষ আর মানুষ হলো না! আফসোস!
No comments