Header Ads

Header ADS

মানুষ আর বানর এক সূত্রে গাঁথা


মানুষ আর বানর এক সূত্রে গাঁথা

সাইফুল ইসলাম সান

মানুষ আর বানরের মধ্যে অমিল নেই বললেই চলে৷ যার কারনে আমি মানুষের সংজ্ঞায়িত থেকে নিজেকে সব সময়ই ভিন্ন রাখি।

এই যে ধরুন বানর দিকে তাকালেই দেখবেন যা দেখে সে তাই অনুকরণ করে। বিচার বিবেচনা বোধ কম আর এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। ভালো-মন্দ সে যাই মানুষের চোখে পড়ুক কপি করা বা অনুকরণ করা শুরু করে দিবে। এই দিক দিয়ে মানুষ আর বানরের মধ্যে কোন তফাৎ ই নেই। 

প্রকৃতপক্ষে মানুষের হওয়া উচিত ছিল বিবেকবান, নৈতিক জ্ঞান সম্পন্ন এবং বুদ্ধিমান।  ৯০% এর বেশি মানুষ আজ সাফল্যের শিখরে কেবলমাত্র তার সৃজনশীলতার জন্য নয় বরং চালাকি, Stupidity ও ধড়িবাজির কারনে।..শুধু মানুষ নিয়ে লিখতে থাকলে গোটাকতক বই শেষ করে দেয়া যাবে। 

পরিশেষে একটা কথাই বলবো মানুষ আর মানুষ হলো না! আফসোস!

No comments

রোমাঞ্চকর ভূতের গল্প | বাংলা ভুতের গল্প | Bhuter Golpo | Bangla Horror Story

রোমাঞ্চকর ভূতের গল্প | বাংলা ভুতের গল্প | Bhuter Golpo | Bangla Horror Story ভুতের সত্য ঘটনা আমার দাদু ২০১৭ এর ১০ই জুন থেকে হাঁটতে পারতেন না...

Powered by Blogger.