Header Ads

Header ADS

ভূতের গল্প ভয়ংকর ঘটনা | Bangla Horror Story 2023 | Vuter Golpo

 

ভূতের গল্প ভয়ংকর ঘটনা | সত্যি ভৌতিক ঘটনা | Bangla Horror Story 2023 | Vuter Golpo

কিশোরগঞ্জের এক গ্রামে প্রায় ২০০ বছর পুরোনো একটি মাদ্রাসা আছে।


মাদ্রাসাটির সামনে একটি পুকুর এবং পাশে কবরস্থান।যেখানে মাদ্রাসার শিক্ষক,ছাত্র,মাদ্রাসার সাথে জড়িত লোকদের কবর দেওয়া হয়।


ঘটনাটা ৬-৭ বছর আগের।রাকিব একটা ছেলের সাথে রুম শেয়ার করে থাকতো(সামির)।ছেলেটার বয়স ৮-৯ বছর।কয়েকদিন পরেই সে হাফেজ হয়ে যাবে।ছেলেটা দেখাতেও অসম্ভব সুন্দর  আর মাদ্রাসার সবাই তাকে খুবই আদর করতো।


একদিন রাতের বেলা হঠাৎ রাকিবের ঘুম ভেঙে যায়।সে দেখতে পায় সামির বসে আছে এবং সে চোখ বন্ধ করে সূরা পরছে।রাকিব ভাবে হয়তো সকালের পড়াগুলো একটু ভালোভাবে মুখস্ত করছে।


রাকিব আবার ঘুমিয়ে পরে মাঝরাতে আবার তার ঘুম ভেঙে যায়।সে দেখে তখনও সামির চোখ বন্ধ করে সূরা পড়ছে।ঘুম ঘুম চোখে রাকিব আবার ঘুমিয়ে পড়ে....


ফজরের আজানের আগে রাকিবের ঘুম আবারো ভেঙে যায়,একই দৃশ্য!!সামির চোখ বন্ধ করে সূরা পরছে।


এবার তার কাছে একটু অস্বাভাবিক লাগে ব্যাপারটা!কারণ এতো লম্বা সময় ধরে তো মুখস্ত তো দূরে থাক দেখে দেখেও পড়া সম্ভবনা না থেমে....


রাকিব তারপর থেকে লক্ষ্য করলো বিষয়টা প্রতি বৃহস্পতিবার ঘটে।এবং ঘটেই চলেছে রাত থেকে পুরো ফজরের আজানের আগ পর্যন্ত সামির কুরআন তিলাওয়াত করে বিরতিহীন ভাবে।


বিষয়টা বড় হুজুরকে বললে তিনিও খুব চিন্তিত হয়ে পরেন।তিনি ভাবেন হয়তো সামির কোনো জ্বীন!


পরেরবার ঘটে আরো অবাক করা বিষয়।সামির মাঝরাতে কুরআন তিলাওয়াত করতে করতে পাশের কবরস্থানে চলে যায় চোখ বন্ধ অবস্থায়। তারপর সেইদিন সবাই তাকে গিয়ে নিয়ে আসে এই বিষয়ে তাকে জ্ঞিগেস করলে সে বলে


-আমি কিছুই জানিনা।আমিতো ঘুমিয়ে ছিলাম।


পরে একপর্যায়ে হুজুর বলেন..


▪️রাতের বেলা জ্বীনেরা সামিরের উপর আছড় করে তার মুখ থেকে কুরআন তিলাওয়াত শুনার জন্য এবং ওর তিলাওয়াত তাদের কাছে এতোই ভালোলেগেছে যে জ্বীনেরা ওকে নিয়ে যেতে চায়!!!

No comments

রোমাঞ্চকর ভূতের গল্প | বাংলা ভুতের গল্প | Bhuter Golpo | Bangla Horror Story

রোমাঞ্চকর ভূতের গল্প | বাংলা ভুতের গল্প | Bhuter Golpo | Bangla Horror Story ভুতের সত্য ঘটনা আমার দাদু ২০১৭ এর ১০ই জুন থেকে হাঁটতে পারতেন না...

Powered by Blogger.